আন্তর্জাতিক ডেস্ক: কবরের ছবি তোলা নিয়ে ফতোয়া দিলো দারুল উলুম দেওবন্দ। এক প্রশ্নের জবাবে তারা বলেন, কবরের ছবি তোলা বেআইনী নয়।
কারণ শরীয়তে কোন প্রাণীর ছবি তোলা জায়েয নয়। কবর একটি নির্জীব বস্তু, সুতরাং তার ছবি তোলা বেআইনী হবে না।
তবে কবরের ছবি তোলার অভ্যাস করা ভালো নয়। কেননা নির্জীব কবরের ছবি তুলতে তুলতে একদিন প্রাণীর ছবি তোলার প্রতি আগ্রহ তৈরি হয়ে যাবে। আর এটা গুনাহের কাজ। সুতরাং এর থেকে বিরত থাকাই উত্তম।
ফতোয়াটি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এটি দেওবন্দে পাঠানো প্রশ্নের ৬০৪৩০৯ নং উত্তর। দারুল উলুম দেওবন্দের উত্তর কোড- ফতোয়া: ৭২৭-৫৯৪/ এম = ০৯/১৪৪২ হি.
এমডব্লিউ/