শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলের বৈঠক সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আজ সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে। রাত সাড়ে দশটার দিকে এ বৈঠক শেষ হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রতিনিধিদল আল-হাইআতুল উলিয়া গতকাল যে সিদ্ধান্তগুলো নিয়েছে; আজ সেগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে এবং আল-হাইআতুল উলিয়া’র চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত একটি চিঠি মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেয়। পাশাপাশি দেশের সব ধরণের কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য অনুরোধ জানায়।

সূত্রটি আরো জানায়, প্রতিনিধি দল মাদরাসা খুলে দেয়ার বিষয়ে আবেদন করলে মাননীয় মন্ত্রী সেটি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন এবং বলেন, যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং দেশব্যাপী লকডাউন চলছে; তাই পরিস্থিতি স্বাভাবিক হলে কওমি মাদরাসাগুলো খুলে দেয়া যায় কী না সে বিষয়ে বিবেচনা করা হবে।

আজকের আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলে ছিলেন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন, জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব ও রাজধানী ঢাকার আফতাব নগর মাদরাসার মুহতামিম  মাওলানা মুফতি মোহাম্মদ আলী, চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি জসীমুদ্দীন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ