আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক (২৪তম বিসিএস) মুহা. মাসুদ আলম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহা. ইয়াসিন আরাফাত সহকারি অধ্যাপক মুহা. মাসুদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি করোনায় আক্রান্ত হলে গত ১০ এপ্রিল প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ক্রমাগত তার শারীরীক অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মুহা. মাসুদ আলম দীর্ঘদিন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজলোর সুলতানপুরে। চাকরির সুবাধে তিনি লাকসামে বসবাস করতেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসারে 'বিবেক' টিমের সদস্যরা মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি সুলতানপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে।
-এএ