আওয়ার ইসলাম: ইউরোপের দেশ আলবেনিয়ায় মসজিদে ঢুকে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। গত সোমবার স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
দেশটির রাজধানী তিরানার দাইন হোক্সহা মসজিদে এই হামলার ঘটনা ঘটেছে। আসরের নামাজের পর এই হামলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইউরো নিউজ জানিয়েছে, হামলার শিকার হওয়া ব্যক্তিদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে পুলিশ। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সবাই এখন বিপদমুক্ত।
সন্দেহভাজন ব্যক্তি কি কারণে এই হামলা চালিয়েছে তা জানায়নি পুলিশ। তবে ৩৪ বছর বয়সী হামলাকারী বিষাদে ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। এর আগে মার্চ মাসেও এ ধরনের হামলা চালিয়েছিল ওই ব্যক্তি।
ইউরো নিউজ জানিয়েছে, সোমবার আলবেনিয়ায় মসজিদে যে হামলার ঘটনা ঘটেছে, তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এটাই এ ধরনের প্রথম হামলা।
হামলার পর মসজিদের ইমাম আহমেদ কালাজা স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমি আশা করি যে এটা সন্ত্রাসী হামলা নয় বরং একজন ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করেছে।
-এটি