আওয়ার ইসলাম: ফিলিস্তিনের আসন্ন নির্বাচনে ইসরায়েলকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের শিকার মধ্যপ্রচ্যের এ মুসলিম দেশটির জাতীয় নির্বাচন। খবর আরব নিউজের।
নির্বাচনকে বাধাগ্রস্ত গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর ও গাজায় বেশ কয়েকজন প্রার্থীসহ হামাস নেতাকর্মীদের আটক করে। আটককৃতদের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলেরও দুজন প্রার্থী আছেন।
নির্বাচনে হামাস জয়লাভ করতে পারে- এ আতঙ্কে এ ধরপাকড় শুরু করেছে ইসরায়েল। অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের এ পদক্ষেপকে বেআইনি বলেও অভিহিত করেছে জেরুসালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট।
ফিলিস্তিনে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসরায়েলকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য।
এনটি