নুরুদ্দীন তাসলিম।।
চলমান পরিস্থিতি নিয়ে দেশবাসীর প্রতি ভিডিও বার্তা পাঠিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। ভিডিও বার্তায় তিনি মাহে রমজানে প্রশাসনের পক্ষ থেকে হেফাজত ইসলামের কর্মী ও দেশের জনগণকে ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
আজ (১৯ এপ্রিল) সোমবার হাটহাজারি মাদরাসায় নিজ কার্যালয় থেকে ২০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পাঠান তিনি।
বার্তার শুরুতে আল্লামা বাবুনগরী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মোবারক হলো সাহায্য সহযোগিতার মাস। এই মাসে গরীব ও দিনমজুরদের সাহায্য সহযোগিতা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অংশ। তবে বর্তমানে বিভিন্ন কারণে দেশে ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে। এসময় তিনি দেশবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা জানান।
শুভেচ্ছা বার্তা শেষে আল্লামা বাবুনগরী বলেন, গত ২৬ শে মার্চ জুমার দিন দেশে কিছু দুর্ঘটনা ঘটে গেছে। অথচ সেদিন হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। কেন্দ্র থেকে কোন নির্দেশনাও ছিল না। আমি নিজেও সেদিন হাটহাজারি মাদরাসায় ছিলাম না। সেদিন বায়তুল মোকাররমে মুসল্লীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর হাটহাজারীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরই জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় পূর্ব থেকে হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ও নির্দেশনা ছিল না।
আমিরে হেফাজত বলেন, হেফাজত শান্তিপূর্ণ ও অরাজনৈতিক দল। দেশের মুসল্লি ,কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও সর্বপ্রকার জনগণ হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত।
তিনি বলেন, হেফাজতে ইসলামের উদ্দেশ্য হলো ঈমান আকীদা রক্ষা করা। কাউকে ক্ষমতায় বসানো অথবা ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়।
আল্লামা বাবুনগরী বলেন, পরিষ্কার ভাষায় বারবার বলে এসেছি, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়। পরিষ্কার ভাষায় আবারও এই বার্তাই দিচ্ছি আমি দেশবাসী ও সরকার প্রধানের কাছে।
এসময় তিনি বলেন, আল্লাহর জমিনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এজেন্ডা বাস্তবায়নই হেফাজত ইসলামের উদ্দেশ্য। তবে কিছু কুচক্রী মহল হেফাজতে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে।
হেফাজত কোন দলকে ক্ষমতায় বসাতে কাজ করে এজাতীয় গুজবে কান না দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান আমিরে হেফাজত।
তিনি বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার ১১ বছরে কেউ এমন কোন প্রমাণ দিতে পারবেনা যে, হেফাজতে ইসলাম কোন দলের সাথে সম্পৃক্ত। আমি আজ আবারও হেফাজতে ইসলামের অবস্থান পরিষ্কার করলাম জাতির সামনে।
তিনি বলেন, মাহে রমজানে প্রশাসনের পক্ষ থেকে হেফাজত ইসলামের কর্মী ও দেশের জনগণকে ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। অনেকে আতঙ্কে সারারাত ঘরের বাইরে কাটাচ্ছেন। সেহরির সময় যখন খেতে আসছেন তখন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে ইফতারের আগ মুহূর্তে ধরে নিয়ে যাচ্ছে। রমজান ও লকডাউনে সেহরি, ইফতারের আগ মুহূর্তে এভাবে গ্রেফতার ও হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিবি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ইলিয়াস হামিদীসহ যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ৮/৯ বছর পর ২০১৩ সালের মামলায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এতদিন কই ছিলেন আপনারা। ২০১৩ নিয়ে যেসব মামলা সাজানো হয়েছে এগুলো ডাহা মিথ্যা। নৈরাজ্য, সন্ত্রাস-জঙ্গিবাদ আমরা চাই না। সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম।
এসময় দেশবাসী তৌহিদী জনতা ও ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ধৈর্য ধারণ করুন, কোনো সংঘাত ভাঙচুর ও জ্বালাও-পোড়াও-এ যাবেন না। হেফাজতে ইসলাম ভাঙচুর জ্বালাপোড়া হয় বিশ্বাস করেন না, বরং এগুলোকে হারাম মনে করে।
হাদিসের উদ্ধৃতি টেনে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা যাদের মঙ্গল কামনা করেন তারা বিপদের সম্মুখীন হন। এছাড়াও তিনি বলেন, দুনিয়া জীবন আমাদের আসল জীবন নয়, আখিরাতের জীবনই আমাদের আসল জীবন।
দেশবাসীকে নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিদিন দোয়া ইউনুস ও কুনুতে নাজেলা পড়ার আহ্বান জানান। হাটহাজারি মাদরাসায় প্রতিদিন ১ লক্ষ ২৫ হাজার বার দোয়া ইউনুসের আমল হয় বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিও বার্তার শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আলেম-ওলামা দেশকে ভালোবাসে আমিও দেশকে ভালোবাসি।
এটি