আওয়ার ইসলাম: রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভ্যান জানিয়েছেন, কারাগারে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে।
রোববার (১৮ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, রুশ সরকারকে আমরা জানিয়ে দিয়েছি, নিরাপত্তা হেফাজতে নাভালনির সঙ্গে যা ঘটেছে তার দায় মস্কোকে নিতে হবে।
এদিকে রাশিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে আগামী কয়েক দিনের মধ্যে ৪৪ বছরের নাভালনির মৃত্যু হতে পারে। রক্ত পরীক্ষায় দেখা গেছে, যেকোনও মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।
নাভালনিকে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। এরপরে কোমায় চলে যান তিনি। পরে জার্মানিতে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। এরমধ্যেই তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন রাশিয়ার আদালত।
এনটি