বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মানবসেবা শেখ হাসিনা সরকারের প্রথম এজেন্ডা : স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) বলেছেন, মানবসেবা শেখ হাসিনা সরকারের প্রথম এজেন্ডা। এই সরকার সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে করোনার মহামারী থেকে জাতিকে রক্ষা করবার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন,আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি। আমাদের মুক্তিযুদ্ধ করার সুযোগও নেই। কিন্তু আজ আমাদের সামনে মানবসেবা করার সুযোগ এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই মহৎ সুযোগ কাজে লাগানোর জন্য দেশপ্রেমিক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার করোনা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুহা. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন- পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদ আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোবায়ের গালীবসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারগণ।

সভায় জেলা শহরে স্বতন্ত্র আইসোলেশন সেন্টার চালু, অধিকহারে করোনা পরীক্ষা, দ্রুত জেলা হাসপতালে আইসিইউ চালুকরণ, হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা, কাঁচাবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ ও আইন প্রয়োগসহ করোনা মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ