আন্দামান নওশাদ: টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ‘সাইকেল’ পেয়েছে চার কিশোর। নোয়াখালী জেলার চাটখিল থানার নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে নামাজ আদায় করে পুরস্কারস্বরুপ সাইকেল লাভ করেছে তারা। চারজন কিশোর সাইকেল ছাড়াও অন্যান্য কিশোররা পেয়েছে পাঞ্জাবি ও জায়নামাজ।
জানা যায়, নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে চার কিশোর। তাদের মধ্যে দুজন হলো ফারহান ও আরমান। এছাড়া আরও কিছু কিশোর শুরুতে অংশ নিলেও ৪০ দিনের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তবে তাদের মাঝে পাঞ্জাবি ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।
এ সময় আয়োজক মোরশেদ আলমের উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন। নামাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য এ আয়োজন করেন মসজিদের মুসুল্লি মোরশেদ আলম।
তিনি বলেন, ‘শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমি এমন আয়োজন করেছি।’
এমডব্লিউ/