শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মসজিদগুলোতে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না-সরকার এমন প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু ধর্মপ্রাণ বাংলাদেশের মসজিদগুলোতে বাড়ছে মুসল্লিদের ভীড়। এমন পরিস্থিতিতে সরকারের বেঁধে দেয়া ২০ জনের সীমাবদ্ধতা মান্যকারী মুসল্লিদের সংখ্যা খুব বেশি নয়। গতকাল রমজানের প্রথম তারাবিতে দেখা গেছে বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভীড়। তারা সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই তারাবির নামাজ আদায় করছেন। বলা যেতে পারে, মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড় বাড়ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অধিক মুসুল্লিদের আগমনের বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

গতকাল বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছিলেন মোহাম্মদ আকরাম হোসাইন। পুরান ঢাকার নিমতলী এলাকা থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবির নামাজ আদায়ের জন্য। তিনি জানান, ‘আমরা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছি।

রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদের মুসল্লি মো. খায়রুল ইসলাম বলেন, ‘যদিও সরকার করোনা থেকে বাঁচার জন্য ২০ জনের বেশি মুসুল্লি অংশ নিতে নিষেধ করেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা নামাজ আদায় করছি।’ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে একই চিত্র দেখা গেছে।

এর আগে করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধের মধ্যে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে না করেছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম মানার আহবান জানিয়েছেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ