আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট সমাধান করা বাংলাদেশের একার দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত জন কেরি।
আজ শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বসম্প্রদায়কে জাতিসংঘের মাধ্যমে এগিয়ে আসারও আহ্বান জানান কেরি।
এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধান করা কেবল বাংলাদেশের একার দায়িত্ব নয়। এর জন্য অন্যান্য রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ সবাইকে মিলে এটির সমাধান করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট ও বর্তমানে মিয়ানমারে যা চলছে সেটি মোকাবিলা করা নৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এ সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।
এ সময় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মার্কিন এই কূটনীতিক বলেন, বাংলাদেশ হলো গ্রেটেস্ট হেলপিং হেন্ড। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে তারা আলোচনা করছেন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমান বাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জন কেরির এবারের ঢাকা সফর।
-এটি