মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতার এক অনুপম গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহাদাত সাকিব।।

যায়েদ ইবনে সা‘নাহ। একজন ইহুদী। একবার নবীজী তার থেকে কিছু ধার নিয়েছিলেন। পরিশোধের সময় এখনো আসেনি। আরো তিন দিন পর পরিশোধের কথা। নবীজী হাঁটছিলেন। সাথে ওমর রা.। এমন সময় হঠাৎ সেই ইহুদী তেড়ে এসে নবীজীর কাপড় গুটিয়ে ধরল। কণ্ঠে তার কর্কশ স্বর। গলায় বজ্রধ্বনি- তোমরা বনী আবদুল মুত্তালিবের লোকেরা ঋণ পরিশোধে বড় টালবাহানা কর!

ওমর রা.-এর মত বীর-বাহাদুরের সামনে প্রিয় নবীজীর সাথে এমন আচরণ! তিনি কি আর সহ্য করতে পারেন! গর্জে উঠলেন ওমর রা.। এ দেখে নবীজী হাসছিলেন। মিটমিট করে। একটু পর কোমলকন্ঠে বললেন-

ওমর! আমি এবং সে দুজনই তোমার কাছে অন্য কিছুর মুখাপেক্ষী ছিলাম। তুমি আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করতে বলতে। আর তাকে বলতে- সুন্দরভাবে পাওনা তলব করতে।

সুবহানাল্লাহ্! কত সুন্দর উত্তর! একজন সাহাবীকে বলছেন, নিজেকে সদুপদেশ দেয়ার জন্য। কত বড় বিনয়!

নবীজী বললেন, আসলে ঋণ পরিশোধের আরো তিন দিন বাকি আছে। এরপর ওমর রা.-কে বললেন, তার পাওনা পরিশোধ করে দাও এবং বাকি এ তিন দিনের হিসেবে তাকে আরো ত্রিশ সা পরিমাণ বাড়িয়ে দাও।

নবীজীর এ মহানুভবতা ইহুদীর মনে দাগ কাটল। ইহুদী বুঝল, তার আচরণটা অন্যায় হয়েছে। সময়ের আগেই সে পাওনা চেয়েছে। চাওয়ার ধরণটাও হয়েছে খুব খারাপ। একজন মানুষকে এভাবে কাপড় চেপে ধরা ঠিক হয়নি। কিন্তু এরপরও যে তিনি কিছুই বললেন না! উল্টো আরো বাড়িয়ে দিতে বললেন। এমন ভালো মানুষও কি হয়!

নবীজীর এ অনুপম আচরণে বদলে গেল ইহুদীর মন। অন্ধকার ছেড়ে সে পেল আলোর সন্ধান। আলোকিত জীবনের, আলোকিত ভুবনের। নবীজীর ক্ষমা ও মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করে ধন্য হল চিরজীবনের জন্য। (দ্র. মুসতাদরাকে হাকেম, হাদীস ২২৩৭, ৬৫৪৭; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১৩৮৯৮)

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ