বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

৩০ এমপি করোনা আক্রান্ত, আছেন প্রতিমন্ত্রী-হুইপও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউয়ে কমপক্ষে ৩০ জন সংসদ সদস্য (এমপি) ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে প্রতিমন্ত্রী ও হুইপও রয়েছেন। এ ছাড়া সরকারি দল আওয়ামী লীগের প্রেসিডিয়ামের ২ সদস্য এবং সম্পাদকমণ্ডলীর ২ সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

জাতীয় সংসদের একাধিক সূত্র জানায়, সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন- আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), জাফর আলম (কক্সবাজার-১), আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), শাহীন আক্তার (কক্সবাজার-৪, বদির স্ত্রী)। তাদের মধ্যে মতিন ও মোশাররফ আওয়ামী লীগের প্রেসিডেয়াম সদস্য, মুরাদ তথ্য প্রতিমন্ত্রী ও শামসুল হুইপ।

করোনা আক্রান্ত অন্য এমপিদের মধ্যে রয়েছেন- নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মামুনুর রশিদ কিরণ (নোয়াখালী-৩), রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪), গাজী মোহাম্মদ শাহনওয়াজ (হবিগঞ্জ-১), আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), পঙ্কজ দেবনাথ (বরিশাল-৪) ও বেনজির আহমেদ (ঢাকা-২০)।

এ ছাড়াও রয়েছেন অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), তানভীর হাসান ছোট মনির (টাঙ্গাইল-২), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), হাজী মো. সেলিম (ঢাকা-৭) ও রেজাউল করিম বাবলু (বগুড়া-৭)। তাদের মধ্যে অসীম কুমার আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও চুমকি মহিলা সম্পাদক।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের এমপিদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, আরমা দত্ত, রওশন আরা মান্নান ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ