আওয়ার ইসলাম: রাজধানীর গুলিস্তানে দোকান খোলার দাবিতে বিক্ষোভকারী দোকানদারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া মার্কেটের সামনে ঢাকা রেডিমেড গার্মেন্টিস ব্যবসায়ী সমিতির ব্যানারে দোকানিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এরপর তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কেউ এই ঘটনায় আহত হয়নি।
উল্লেখ্য, লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে বিভিন্ন এলাকার দোকানি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে বেচাকেনা চালু রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় তারা।
-এটি