বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কবি মহিউদ্দিন আকবর : আওয়ার ইসলামে দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বিশিষ্ট কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) বিশিষ্ট এই কবির জানাজা শেষে জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলামের অডিটোরিয়ামে কবির স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন স্বপ্নচারী লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।

দোয়া পূর্ব আলোচনায় মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমরা সংক্ষিপ্ত তেলাওয়াত করবো। সামনে রমজান। রমজানেও কবি মহিউদ্দিন আকবরের জন্য নিয়মিত দোয়া করবো।

দোয়া অনুষ্ঠানে স্বপ্নচারী লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুলল আবেদীন ছাড়াও আরো উপস্থিত ছিলেন,শীলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাসউদুল কাদির, মারকাযুল মায়ারিফের মুফতী আবু বকর সাদী, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, আল কারিমের নির্বাহী সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, দারুল উলুম রামপুরার শিক্ষক মাওলানা জামিল আহমদ, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, কলি সাহিত্য পরিষদের চেয়ারম্যান মুফতি আহসান শরিফ প্রমুখ।

এর আগে আজ বুধবার (৭ এপিল) রাত ৩ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।

জানা যায়, গতকাল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল চতুর্থ বারের মত হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক। কিন্তু তার আরেকটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।

কবি ও ছড়াকার মহিউদ্দিন আকবরের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। বিশিষ্ট এই কবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের প্রথিতযশা আলেম কবি শিল্পী সাহিত্যিকগণ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ