বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

স্বাস্থ্যবিধি না মানায় ১০৮ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ১০৮ জনকে ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলার ৯ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউন অমান্য করে যানবাহন চলাচল, মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হবিগঞ্জ জেলা শহরে ২৪ জনকে ১০ হাজার ৯০০, হবিগঞ্জ সদরে ১৩ জনকে ১ হাজার ২০০, শায়েস্তাগঞ্জে ৯ জনকে ৭ হাজার ৫০০, চুনারুঘাটে ৬ জনকে ২ হাজার ৫০০, বাহুবলে ৮ জনকে ২ হাজার ১০০, বানিয়াচংয়ে ১৬ জনকে ৪ হাজার ৭০০, আজমিরীগঞ্জে ৪ জনকে ১ হাজার ৯০০, লাখাইয়ে ৭ জনকে ১ হাজার ২৫০, মাধবপুরে ১৬ জনকে ৩২ হাজার ও নবীগঞ্জ উপজেলায় ৫ জনের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৮ জনকে ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ