আওয়ার ইসলাম: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কারাগার ভেঙে পালিয়ে গেছে ১৮শর বেশি কয়েদী।
ইমো রাজ্যের ওয়েরি কারাগারে হামলা চালালে এ ঘটনা ঘটে। এখনো কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে দায়ী করছেন কর্মকর্তারা।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেনেড, বন্দুক ও বোমা নিয়ে কারাগারে হামলা চালায় একটি দল। তাদের ধরতে অভিযান চলছে। একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে।
সংস্থাটি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দিশিবিরে হামলা চালায়। রকেট-চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে।
এক সপ্তাহ আগেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহরে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালানো হয়।
-এটি