আওয়ার ইসলাম: বাহরাইনে করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটির কারাগারে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি উঠেছে।
এ দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দেশটির জনগণ। এরই মধ্যে বাহরাইনের কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাহরাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম শেখ ঈসা কাসিম সতর্ক করে বলেন, বন্দিরা কারাগারে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। এ কারণে তিনি বন্দিদের মুক্তি দাবি জানান।
বন্দিদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে রবিবার অনুষ্ঠিত সমাবেশ থেকে আল-খলিফা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
সামাজিক, রাষ্ট্রীয় বৈষম্যের অবসান ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রবর্তনের দাবিতে ২০১১ সাল থেকে বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলন দমনের অংশ হিসেবে হাজার হাজার নাগরিককে আটক করে কারাগারে রেখেছে সরকার। সূত্র: তাসনিম নিউজ
-এটি