আওয়ার ইসলাম: গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। রোববার নমুনা পরীক্ষার ফলে তার দেহে করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন তিনি।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই তার শুকনা কাঁশি হচ্ছিল। দুইদিন ধরে জ্বরেও ভুগছিলেন তিনি এবং ঘুমে সমস্যা হচ্ছিল। এসব লক্ষণ দেখা দিলে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় দেয়া হয়। সন্ধ্যায় তার নমুনায় ফলে করোনা পজেটিভ হওয়ার খবর পান। পরে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। পরে পরিবারের অন্যদের নমুনাও সেখানে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। তাদের রেজাল্ট এখনও পাইনি।
গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তিনি।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান ওই খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববারে (বিগত ২৪ঘন্টার) প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২ জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়েছেন আর ৭হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।
-কেএল