মোস্তফা ওয়াদুদ: আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্যগণ জরুরি বৈঠকে বসছে আজ। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলের কাবিলা ভবনে আজ বাদ আসর অনুষ্ঠিত হবে এ বৈঠক। আল হাইয়াতুল উলইয়ার সদস্য ও গহরডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বাদ আসর সরকার ঘোষিত লকডাউনে পরীক্ষা সংক্রান্ত জরুরী বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক বসবে হাইয়াতুল উলিয়া। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে মুফতি রুহুল আমিনের।
এদিকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার (৩ এপ্রিল), ১৯ শা‘বান ১৪৪২ হিজরী থেকে।
গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আজ (৩ এপ্রিল) শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত (৩১ মার্চ) তাকমলি পরীক্ষা কথা হওয়ার ছিলো। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকে কেন্দ্র করে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে তিনদিন পিছিয়ে আজ শনিবার (৩ এপ্রিল) এ তারিখ নির্ধারণ করা হয়।
এমডব্লিউ/