বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মাদরাসা শিক্ষকের মুক্তি চেয়ে প্রতিবাদ, হামলার শিকার গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হয়রানিমূলক ও মিথ্যা’ মামলায় এক মাদরাসার শিক্ষককে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষের হামলা ও শ্লীলতাহানীর শিকার হয়েছেন সেই মাদরাসা শিক্ষকের স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে এই গটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে হামলার শিকার হয়ে গৃহবধূ মিনারা আক্তার খাতুন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি উপজেলার আগরপুর বাগপাড়া গ্রামের মাদরাসাশিক্ষক মো: আক্তারুজ্জামান হারিছের স্ত্রী।

বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের মিনারা বলেন, গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: কবির হোসেন (৪৫) ও তার স্ত্রী মোছা: শিরিন আক্তারসহ (৩৬) তাদের সহযোগীদের অপকর্ম সংবাদ সম্মেলনে তুলে ধরি। এ সময় কারাবন্দী আমার স্বামীর মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। জাতীয় কয়েকটি গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।

তার অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের কবির হোসেন, শিরিন আক্তার, আঙ্গুর মিয়া ও সবুজ মিয়া দেশীয় অস্ত্র নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আমার ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকে নির্মমভাবে মারধরসহ শ্লীলতাহানি করে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় তার বড় ছেলে রাতুল কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ