আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার (৩ এপ্রিল), ১৯ শা‘বান ১৪৪২ হিজরী থেকে। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিটে শেষ হবে পরীক্ষা।
গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আজ (৩ এপ্রিল) শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত (৩১ মার্চ) তাকমলি পরীক্ষা কথা হওয়ার ছিলো। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকে কেন্দ্র করে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে তিনদিন পিছিয়ে আজ শনিবার (৩ এপ্রিল) এ তারিখ নির্ধারণ করা হয়।
তবে গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, বিগত মোদিবিরোধী আন্দোলনে পরীক্ষার্থীদের থেকে যারা আহত হয়েছে তাদের সুস্থ হওয়া সাপেক্ষে মাদরাসার অনুমোদন নিয়ে পরে পরীক্ষা নিবে হাইয়াতুল উলিয়া বোর্ড। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছিলেন হাইয়াতুল উলিয়ার সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
আরো পড়ুন: ছুটিতে কী করবেন শিক্ষার্থীরা?
মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিন।
হাইয়াতুল উলিয়ার বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমূখ সদস্যবৃন্দ।
আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নতুন নির্দেশনা: নুরানী-হেফজখানা নিয়ে কী ভাবছেন দায়িত্বশীলরা?
এদিকে প্রকাশ করা হয়েছে হাইয়াতুল উলিয়ার তাকমীল পরীক্ষার নতুন রুটিন। আমাদের পাঠকদের জন্য প্রকাশিত রুটিনটি এখানে সংযুক্ত করছি। পরীক্ষার সময়সূচি (পুনঃসংশোধিত)
এনটি