আওয়ার ইসলাম: রাজধানীর দুটি মাদরাসা থেকে পাঁচ শতাধিক কুরবানির ঈদে পশু জবাই করার ছুরি জমা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ছুরিগুলো জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্টাটাস দিয়েছেন বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি তার স্টাটাসে বলেন, ‘মাদরাসা থেকে ছুরি উদ্ধার নিয়ে ফলাও করে নিউজ করেছে সংবাদমাধ্যমগুলো। কিন্তু মাদরাসায় এতো ছুরি কি কারণে? বা এগুলো কিসের চাকু সে কথা তারা বলেনি! এ থেকে বোঝা যায় এক শ্রেণীর মিডিয়া ইসলামের প্রতি এ্যালার্জি থেকে মাদরাসা ও উলামা বিরোধী নিউজ করে।
কুরবানীর চাকু উদ্ধার যদি বাহাদুরি হয় তাহলে পেঁয়াজ কাটা চাকুও উদ্ধার করে মিডিয়া ট্রায়াল করুন। বস্তুত, কুরবানীর প্রতি যাদের এলার্জি একই কারণে কুরবানীর চাকুর প্রতিও তাদের এলার্জি। অথচ গরু-খাশির গোশতের সবচে বড় খদ্দের এরাই।’
এমডব্লিউ/