আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও বিজিবি’র যৌথ অভিযানে ভারতীয় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিক আন্তর্জাতিক পিলার ১ হাজার ৫৪ এর কাছে খেতারচর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মহিসুজ্জামান বলেন, চোরাচালান করার লক্ষ্য আন্তর্জাতিক সীমানা পিলার ১ হাজার ৫৪ এর কাছে দক্ষিণ গেইটের কালভার্টের নিচে দিয়ে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের আটক করেন।
তিনি আরও বলেন, তারা বিভিন্ন সময় ভারত-বাংলাদেশে মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান করত। আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থক একটি মামলা করা হয়েছে।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছেন। মামলা নং-১৬। শুক্রবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
এনটি