বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আজ বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করবে আজ শুক্রবার ২ এপ্রিল। গতকাল হেফাজতের এ বিক্ষোভে নতুন তিন নির্দেশনা দিয়েছিলেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিষয়টি হেফাজত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক নিজের ভেরিফাইড পেজে এক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) দেয়া স্টাটাসে তিনি লিখেছেন, আগামীকাল ২রা এপ্রিল হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচীর আপডেট। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকাল ২রা এপ্রিলের বিক্ষোভ কর্মসূচী আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে যেভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে-

১) কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে।
২) কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না।
৩) নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

এর আগে গত সোমবার (২৮ মার্চ) হরতাল পালন শেষে আজকের এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী।

এদিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন পুলিশের (আইজিপি) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজির আহমেদ বলেছিলেন, রুহানি হুজুর এবং পলিটিক্যাল হুজুরদের চিহ্নিত করতে হবে। প্রত্যেকটি ঘটনাতেই পলিটিক্যাল হুজুরদের আইনের আওতায় আনা হবে। গতকাল বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয়ের কোনো কারণ নেই। রাষ্ট্র, আইন ও জনগণ আপনাদের পাশে আছে। আপনারা মামলা করুন, অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আইজিপির সঙ্গে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ