বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সাতক্ষীরায় একই কক্ষে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙলঝাড়া গ্রামে একই কক্ষ থেকে মায়ের ঝুলন্ত লাশ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূর নাম মাহফুজা খাতুন। তার দুই মৃত শিশুর নাম মাহফুজ (৯) ও মোহনা (৫)। মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি তার দুই সন্তানকে গলা টিপে হত্যা করেন বলেও স্থানীয়রা ধারণা করছেন।

এ ঘটনার পর উৎসুক গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছে। লাশ তিনটি উদ্ধার করে (দুপুরে) সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বামী শিমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানান পুলিশ সুপার। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টর চালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুনের (৩৫) শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় এক যুবক।

এ ঘটনায় তিনি অপমানিত বোধ করে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি স্থানীয় লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। কিন্তু তিনি সেই সালিশ আহ্বান করতে দেরি করে ফেলেন। সময়ক্ষেপণ ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজা খাতুন। সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ