বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সম্পর্ক স্বাভাবিকের ঈঙ্গিতের মধ্যেই ভারতের পণ্য আমদানির ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছিল চিরবৈরী ভারত-পাকিস্তানের সম্পর্কে বরফ গলার কথা। এর মধ্যেই ভারত থেকে পণ্য আমদানির ঘোষণা দিল পাকিস্তান।

এবিষয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার বলেছেন, বেসরকারি খাতে ভারত থেকে পাঁচ লাখ টন সাদা চিনি আমদানি করবে পাকিস্তান। বুধবার দেশটির দ্য ইকোনোমিক কো-অরডিনেশন কমিটি (ইসিসি) এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

তিনি আরো জানান, ভারত থেকে তুলাও আমদানি করা হবে, যা চলতি বছরের জুনের শেষের দিকে শুরু হবে।নতুন নিয়োগ পাওয়া এ অর্থমন্ত্রী বুধবার এক প্রেস কনফারেন্সে এসব কথা জানান।

চিরবৈরী ভারতের সাথে চিনি বাণিজ্য পুনরায় খুলে দেয়ার কারণ হিসেবে তিনি দুদেশের মধ্যে দামের পার্থক্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ভারত ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা চিনি আমদানির অনুমোদন দিয়েছি। কিন্তু অন্যান্য স্থানে এর দাম অনেক বেশি। যে কারণে তা আমদানি করা যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের তুলনায় ভারতে চিনির দাম অনেক কম। তাই আমরা সেখান থেকে বেসরকারি খাতে ৫ লাখ টন পর্যন্ত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছি। ‘ভারতের তুলনায় আমাদের চিনির দাম ১৫ থেকে ২০ শতাংশ বেশি,’ বলেন তিনি।

ভারত থেকে তুলা আমদানির সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, পাকিস্তানের বস্ত্র রফতানি বেড়েছে কিন্তু গত বছর সে তুলনায় দেশে তুলা উৎপাদন হয়নি।

তিনি বলেন, দামের পার্থক্য ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রভাব ফেলছে। বড় ব্যবসায়ীরা মিসর ও অন্যান্য দেশ থেকে আমদানি করতে পারলেও এসএমই ব্যবসায়ীরা তা পারছে না।

এর আগে ২০১৯ সালের ৯ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান এক প্রতিক্রিয়ায় ভারতের সাথে ব্যবসায়ী সম্পর্ক সীমিত করে।

করোনা মহামারীতে প্রয়োজনীয় ওষুধের যাতে ঘাটতি না হয় সেজন্য ২০২০ সালের মে মাসে ভারত থেকে চিকিৎসা সরঞ্জাম ও কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাকিস্তান। ভারতের সাথে ব্যবসায়ী সম্পর্ক পুনঃস্থাপনে এটা ছিল পাকিস্তানের প্রথম পদক্ষেপ।

তার আগে, ভারত ছাড়া পৃথিবীর সব দেশ থেকে তুলা, সুতা ও চিনি আমদানির অনুমতি দিয়েছিল পাকিস্তান। এসব পণ্য এখন ভারত থেকেও আমদানি করবে বৈরী সম্পর্কের প্রতিবেশী দেশটি।

বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসিসিতে অনুমোদনের জন্য উপস্থাপনের আগে খসড়া প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছেন। এর মানে হচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান ইতোমধ্যে ভারত থেকে এসব পণ্য আমাদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার হাফিজ শেখকে সরিয়ে হাম্মাদ আজহারকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। আজহার অবশ্য ইতোমধ্যে শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এখন অর্থমন্ত্রণালয়ও দেখবেন।

সূত্র: ডন

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ