বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মাওলানা রায়পুরী জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি ও ড. ইকরাম ভারপ্রাপ্ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রায়পুরী ভারপ্রাপ্ত মহাসচিব ড. ইকরাম নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীকে ও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামকে। মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীকে নির্বাহী সভাপতি ও মাওলানা শেখ মুজিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সিলেট থেকে শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও চট্টগ্রাম থেকে মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী অনলাইনে অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, আলহাজ জামাল নাসের চৌধুরী, মুফতি রেজাউল করিম, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি আতাউর রহমান খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ