বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাংলাদেশ সফর নিয়ে তৃণমূলের তোলা অভিযোগে উল্টো মমতাকে যে প্রশ্ন করলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বঙ্গ সফরে এসে মমতাকে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বাংলাদেশ সফরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে যে অভিযোগ করেছে তৃণমূল এদিন সেই প্রসঙ্গ তুলে জয়নগরের জনসভায় মোদি বলেন, ‘আমি বাংলাদেশে গিয়ে যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়েছি। এটা নিয়েও দিদির আপত্তি। আমি ওড়াকান্দিতে গিয়ে দেশের জন্য আশীর্বাদ চেয়েছি এটা দেখেও দিদির রাগ হয়েছে। কালীর মন্দিরে যাওয়া কি ভুল? হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি ভুল?’

পাশাপাশি বাংলায় শিল্পায়ণ প্রসঙ্গে মোদির আশ্বাস, ‘বিজেপি এলে বাংলা শিল্পের মাঠ হয়ে উঠবে।’ তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, ‘তৃণমূলের দুর্নীতির অন্য নাম হল খেলা হবে। দিদি বাংলার খেলার মাঠ ছিল, আছে, থাকবে বিজেপি-র জন্য বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে। বাংলা শিক্ষার মাঠ হয়ে উঠবে।’

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী সভা করেন মোদি। সেখানে মমতাকে বিঁধে তিনি বলেন, ‘দিদি বলছেন কুল কুল। তৃণমূল কুল নয়, বাংলার মানুষের জন্য শূল।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আরো জানানো হয়- নন্দীগ্রামের মানুষ বিজেপি-র পক্ষেই রায় দিয়েছেন বলে আত্মবিশ্বাসী মোদি। তিনি বলেন, ‘প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে ২০০-র বেশি আসন নিশ্চিত। বাংলায় আসল পরিবর্তন কেবল এক মাসের অপেক্ষা। দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন।’

মোদি বলেন, ‘গোটা বাংলা যা করবে, নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে।’ গতকালই বিজেপি বিরোধিতায় তৃণমূল নেত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শারদ পাওয়ারকে চিঠি লেখেন। এ নিয়ে মমতাকে কটাক্ষ করে মোদি বলেন, ‘১০ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কি আর অন্য দলের কাছে সাহায্য চাইতে হত?’

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ