বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ওমরা পালন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি ওমরা পালন করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ সংবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় বায়তুল্লাহয় তিনি ওমরা পালন করেন।

সংবাদ সংস্থা এসপিএ জানায়, মক্কার গ্র্যান্ড মসজিদে পৌঁছে প্রধান মন্ত্রী আল কাজেমি বায়তুল্লাহ ও মসজিদে নববিতে যান। মহানবী সা. এর রওজা জিয়ারত করেন।

আল-কাজেমি বুধবার একটি সরকারী সফরে রাজ্যের রাজধানী রিয়াদে পৌঁছেছিলেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রিয়াদে ক্রাউন প্রিন্স ও আল-কাজেমি বৈঠক করেছেন। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও ইরাক একটি অর্থনৈতিক বিনিয়োগে যৌথ তহবিল স্থাপন করবে।

সফরে বুধবার ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক কখনো সৌদি আরবে হামলার ক্ষেত্র হবে না। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই আমার রিয়াদ সফর।

এদিকে গত জানুয়ারি মাসে বিস্ফোরকবোঝাই ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া আল-ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন ও অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসেবেও পরিচিত। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু প্রকাশ না করলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: আল আরাবিয়া

আরো পড়ুন-করোনায় ওমরা পালন করলেন ১০ লাখ নারী

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ