আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দাদের 'এপ্রিল ফুল' দিবস পালনের অংশ হিসেবে গুজব ছড়ানো ও কাউকে বোকা বানিয়ে কৌতুক করলে জেলের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। ১ এপ্রিল দিবসটি পালনে 'সমাজে ক্ষতি করা' কার্যক্রমে অংশের জন্য এক বছরের কারাদণ্ডের কথা জানিয়েছে দেশটির প্রসিকিউটর অফিস।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়ামে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমকে এপ্রিল ফুল পালনের মাধ্যম হিসেবে ব্যবহারের সতর্কতা দিয়ে প্রসিকিউটর অফিস জানায়, 'গুজব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে, জনস্বার্থের ক্ষতি করে, নেতিবাচক মনোভাব ছড়ায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের কার্যক্রম আইনের অধীনেই শাস্তির যোগ্য যা এক বছরের কারাদণ্ডের কম নয়।'
প্রতিবেদনে বলা হয়, যে কেউই ইচ্ছাকৃতভাবে ভুল বা ক্ষতিকর খবর, তথ্য বা গুজব ছড়াবে অথবা অতিরঞ্জিত প্রপাগান্ডা প্রচার করে যদি জননিরাপত্তা বিঘ্নিত ও জনস্বার্থের ক্ষতি করবে, তাকে এই কারাদণ্ড দেয়া হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এনটি