আওয়ার ইসলাম: দীর্ঘ ২০ বছর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার এক দিনের মাথায় ফিলিস্তিনি তরুণকে পুনরায় আটক করেছে ইসরায়েলের দখলদার সেনারা। গত সোমবার (২৯ মার্চ) মাজাদ বারবারকে মুক্তি দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে পুনরায় তাঁকে আটক করেছে দখলদার সেনারা।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দী মাজাদ বারবার (৪৫ বছর) কে পুনরায় আটক করেছে। আটকের সময় তাঁর বাড়িতে হামলা চালানো হয় এবং উপস্তিত লোকদের মারধর ও কটূক্তি করা হয়। এছাড়াও সেখানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সোমবার মুক্তির পর মাজাদের পরিবারের আনন্দের রোল পড়ে। কারামুক্তির পর মাজাদকে বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বাধা প্রদান করে ইসরায়েলি সেনারা। দীর্ঘকাল পর মাজাদের মুক্তিতে জেরুজালেমের রাস আমুদ এলাকায় জনগনের এক বিশাল র্যালী বের হয়।
২০০১ সালের ৩০ মার্চে ইসরায়েল বিরোধী সহায়তা করায় মাজাদকে দখলদার সেনারা আটক করে। তখন তাঁর স্ত্রী ফাতেমা ও দুই শিশু সন্তান ছিল। তাঁর দুই সন্তান এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সূত্র: প্যালেস্টাইন পোস্ট
এনটি