আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়ার কো-চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।
মুফতি ওয়াক্কাসকে বর্ষীয়ান রাজনীতিবীদ উল্লেখ করে শায়খ জিয়া উদ্দীন বলেন-‘ইসলাম, দেশ ও মিল্লাতের তরে মুফতি ওয়াক্কাসের অনেক খিদমাত রয়েছে। তিনি একজন বড়মাপের মুফতি ও শায়খুল হাদীস ছিলেন। ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন, বিতর্কীত শিক্ষানীতি বিরোধী আন্দোলন, হেফাজতের ১৩ দফা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার তিনি জেলও খেয়েছেন। তাঁর ইন্তেকালে ইলমী ও সিয়াসী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
শায়খ জিয়া উদ্দীন মরহুম মুফতি ওয়াক্কাসের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমডব্লিউ/