কাউসার লাবীব।।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনকে হত্যার প্রতিবাদ ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার বিভাগীয় তদন্তের দাবি দাবিতে আজ বুধবার (৩১ মার্চ) বেলা ১২টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মুবারক উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি শামসুল হক সরাইলি, আল্লামা আলী আজম কাসেমী, আল্লামা মেরাজুল হক কাসেমী, আল্লামা জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা ইদ্রিস, মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতি মারুফ কাসেমী, মুফতি আব্দুল হক, মুফতি মনিরুজ্জামান, মুফতি আবু দাউদ আরকামীসহ স্থানীয় উলামায়ে কেরাম।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬জন নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে হেফাজতে ইসলাম। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয় এবং মিথ্যা মামলা দিয়ে আলেম উলামা, সাধারণ মানুষদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এছাড়া এ সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া অপ্রীতিকর এ ঘটনার জন্য ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করে বলা হয় যে, এ ঘটনার সম্পূর্ণ দায়দায়িত্ব এমপি মোকতাদির চৌধুরীকেই নিতে হবে। এছাড়া এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের স্বার্থে প্রশাসনকে হামলার সংরক্ষিত ভিডিও ক্লিপ্স ও স্টিল ছবি প্রদানের আশ্বাস দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
-কেএল