আওয়ার ইসলাম: করোনা মহামারি কারণে দেশে আবারও দ্রুত সংক্রমণ বাড়ায় সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণপরিবহনকে স্বাস্থ্যবিধি মেনে চলার নতুন নির্দেশনা দিয়েছে সরকার। আজ বুধবার (৩১ মার্চ) থেকে এ নতুন নিয়ম কার্যকর হলেও স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।
আবার কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে দেখা গেছে। এছাড়া সাধারণ ছুটি ছাড়া সড়কে এমন সিদ্ধান্ত নেওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়িতে না উঠতে পেরে শতশত যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। গাড়ি না পেয়ে অনেককে হেঁটে অফিসে যেতেও দেখা গেছে।
এদিকে, সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাস্থ্যবিধি মেনে আগের নিয়মে ফিরে যেতে সরকারকে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
আজ বুধবার সকাল ৮টার পর থেকে রাজধানীর মহাখালী, ফার্মগেট, বনানী ও কাওরানবাজার সরেজমিনে ঘুরে গণপরিবহণের এমন চিত্র জানা গেছে।
মিরপুর থেকে বিআরটিসি একটি বাস স্বাস্থ্যবিধি না মেনেই এক সিট ফাঁকা না রেখেই গুলিস্তানের দিকে যাচ্ছিলেন ফার্মগেট এসে থামলে দেখা যায়, ঘেঁষাঘেঁষি করে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। নিয়ম না মেনে কেন চলছেন, জানতে চাইলে গাড়িটির সহকারি রসূল মিয়া বলেন, বারবার মানা করার পরও যাত্রীরা ঠেলাঠেলি করে গাড়িতে উঠছেন। আমরা কোনোভাবেই মানাতে পারছিন তাদেরকে। স্বাস্থ্যবিধি নেই আবার ভাড়াও বেশি নিচ্ছেন- এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, যাত্রীর চাপ বেশি হওয়ায় স্বাস্থ্যবিধি মানা অনেকক্ষেত্রে সম্ভব হচ্ছে না। ভাড়া নতুন নিয়মেই নিচ্ছি।
সরকারের ৬০ শতাংশ বেশি ভাড়া ছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে এমন প্রশ্নের উত্তরে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ভাড়া তো আগে থেকে বাড়িয়ে নিচ্ছে অনেক গাড়ি। ৬০ শতাংশ বেশি ভাড়া নানাভাবে নিয়েছে প্রতিনিয়ত। এখন সরকার যে নতুন ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সেটা আরও বেশি পড়বে।
সাধারণ ছুটি না দিয়ে গণপরিবহণে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করার সিদ্ধান্তকে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, এখন সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছে যাত্রীরা। তাই স্বাস্থ্যবিধি মেনে ১০০ ভাগ যাত্রী নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার পর বাস মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ালো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল মঙ্গলবার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করে সরকার। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসমালিকেরা এ দাবি জানান।