আওয়ার ইসলাম: শেখ হাসিনা ও বাংলাদেশ এবার পাকিস্তানি সাময়িকীর প্রচ্ছদে। পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত ‘সাউথ এশিয়া’ সাময়িকীর মার্চ সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন বাংলাদেশের এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যাটি সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে। সাতটি প্রবন্ধ স্থান পেয়েছে সেখানে।
‘টেকিং স্টক’ নামে ইংরেজি ভাষায় প্রথম প্রবন্ধটি লিখেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান। এরপরের প্রবন্ধটির নাম ‘লাইফ বিগিনস অ্যাট ৫০’। এটি লিখেছেন পাকিস্তানের সাবেক সিনেটর জাভেদ জব্বার। তিনি একজন লেখক, সাবেক সিনেটর এবং ফেডারেল মন্ত্রী।
তৃতীয় প্রবন্ধটি লিখেছেন ডা. আহরার আহমদ। তার প্রবন্ধের নাম ‘প্লিজেন্ট সারপ্রাইজ’। চতুর্থ প্রবন্ধটির নাম ‘ফাস্ট ট্র্যাক’। এটি লিখেছেন মাজেদ আজিজ। পঞ্চমটি লিখেছেন, ডানকান বার্টলেট। নাম দিয়েছেন ‘ম্যালাইস টুওয়ার্ডস নান?’ ষষ্ঠ প্রবন্ধটির নাম ‘ডেভেলপমেন্ট মিরাকল’। লিখেছেন বিরুপাক্ষ পাল। সপ্তমটি লিখেছেন আসিফ জাবেদ। নাম দিয়েছেন, ‘ইকোনমিক সলিউশন’।
এমডব্লিউ/