আওয়ার ইসলাম: দয়ালু শব্দ দিয়ে মানুষের ভুল সংশোধন করুন, উপহাস বা অপমান করে নয়। বলেছেন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক, বক্তা ও জিম্বাবুয়ের ‘গ্র্যান্ড মুফতি’ ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক।
গত ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে জর্ডানে ইসলামী চিন্তার জন্য ‘রয়েল আল-বায়ত ইনস্টিটিউট ফর ইসলামিক’ নামক প্রতিষ্ঠান বিশ্বের ৫০০ জন সর্বাধিক প্রভাবশালী মুসলমানদের মধ্যে একজন হিসাবে তাকে মনোনিত করেছেন। তিনি প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এজন্য মোটিভেশনাল মোমেন্টস হিসেবেও সমধিক পরিচিতি রয়েছে তার।
তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্টাটাসে বলেন, ‘মানুষের ভুল সংশোধন করার সময় অকৃত্রিম হোন। এটি নিখুঁতভাবে করুন, সবচেয়ে সূক্ষ্মভাবে। এটা তাদের বিব্রত বা অস্বস্তি বোধ করা উচিত নয়। উপহাস বা অপমান করার কোন প্রয়োজন নেই। বরং তাদের হৃদয়কে দয়ালু শব্দ দিয়ে নরম করো যাতে তারা তোমার আন্তরিকতা অনুভব করে। সবসময় সহানুভূতিশীল হোন।’
এমডব্লিউ/