কাউসার লাবীব।।
তিনদিন পিছিয়েছে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষা। ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু হবে ১৯ শা‘বান ১৪৪২ হিজরী, ৩ এপ্রিল ২০২১ ঈসাব্দ, শনিবার থেকে। হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এ বছরের পরীক্ষার নতুন রুটিন।
[caption id="attachment_214283" align="aligncenter" width="613"] পরীক্ষার সময়সূচি( পুনঃসংশোধিত)[/caption]
আজ মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয় এ বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিন।
হাইয়াতুল উলিয়ার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমূখ সদস্যবৃন্দ।
-কেএল