আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তৃণমূল সমর্থককে উত্যক্ত করায় বিজেপি কর্মীর কান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) রাজ্যের জলপাইগুড়িতে এ ঘটনা ঘটেছে। আহত বিজেপি কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরে এ ঘটনায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ করে বিজেপি।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সোমবার রাজ্যজুড়ে হোলি খেলা চলছিল। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল সমর্থককে গেরুয়া রঙের টিকা পরিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উত্যক্ত করেন এক বিজেপি কর্মী। এ ঘটনার কিছুক্ষণ পর তৃণমূলের কর্মীরা এসে তার বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করেন। ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এতে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। অভিযোগ দায়েরের পর এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এনটি