বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনায় আক্রান্ত কাশ্মীরি নেতা ফারুক আব্দুল্লাহ, পুৃরো পরিবার আইসোলেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। তিনি করোনা অঅক্রান্ত হওয়ার পর তার পুরো পরিবার আইসোলেশনে আছে। মঙ্গলবার টুইট করে এ তথ্য জানিয়েছেন তার ছেলে ওমর আব্দুল্লাহ।

টুইটবার্তায় সতর্কবার্তা দিয়ে ওমর আব্দুল্লাহ লেখেন— আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে করোনার কিছু উপসর্গও রয়েছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি এবং আমার পরিবারের সবাই আইসোলেশনে থাকব।

তিনি আরও লেখেন, যারা বিগত কয়েক দিনের মধ্যে আমার বাবা এবং পরিবারের সংস্পর্শে এসেছেন, তারা যেন অবশ্যই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নেন।

সোমবার নতুন করে জম্মু ও কাশ্মীরে ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজার ২২৮ জন। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮ পর্যটক৷ ৫১ জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন কাশ্মীরে৷

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ