আওয়ার ইসলাম: সারা বিশ্বেই চলছে মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব। মাঝে কিছু দিন কম থাকলেও আবার বেড়ে গেছে করোনার প্রকোপ। এরমাঝেই মুসলিম বিশ্বের সামনে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। তাই এ বছরও মহামারির মধ্যেই সবাইকে রমজান পালন করতে হবে। আসন্ন রমজান উপলক্ষে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
নির্দেশিকায় তারাবি নামাজ আদায়ে কোনো বাধা না থাকলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মসজিদে এক সঙ্গে ইফতারি করায়। তবে মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের তারাবি আদায় করতে হবে বাসায়।
আরব আমিরাত সরকারের দেওয়া নির্দেশনাগুলো হলো:
১. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে।
২. হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সব ধরনের গণ-জমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।
৩. বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
৪. মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।
৫. ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।
৬. বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।
৭. পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।
সূত্র: খালিজ টাইমস