আওয়ার ইসলাম: আগামী বুধবার ৩১ মার্চ থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে। বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।
নিম্মে বোর্ডটির প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো,
‘আগামী বুধবার ৩১ মার্চ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ১৬ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৩১ মার্চ ২০২১ ঈসাব্দ, বুধবার। শেষ হবে ২৪ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার।
আল্লাহ তাআলা পরীক্ষার্থীদেরকে মনকে শান্ত করুন, পরিবেশ অনুকূল করুন এবং পূর্ণ্ এতমেনানের সাথে পরীক্ষায় অংশগ্রহণের তাওফীক দান করুন।’
এমডব্লিউ/