আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরায় অনুষ্ঠিত হবে এমলাক স্যারের ইংলিশ স্পোকেন কোর্স। আগামী ২৭ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে কোর্সটি শুরু হবে।
কোর্স ফি আবাসিক- ১৪৫০ টাকা, অনাবাসিক- ৫৫০। যাতায়াত: ঢাকার যেকোন স্থান থেকে রামপুরা টিভি সেন্টার। টিভি সেন্টারের বিপরিত একরামুননেসা স্কুলের পিছনে।
ভর্তির জন্য যোগাযোগ: ০১৯১১৫৭৯৩৩৮, ০১৭১৩৬৬৪৫৬০। অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ করুন: ০১৭১৩৬৬৪৫৬০।
কোর্সের বৈশিষ্ঠসমূহ: ১. এমলাক স্যারের লিখিত তিনটি বইয়ের মধ্যে ‘লেটস লার্ন ইংলিশ ভার্সন ওয়ান’ বইটি পরিপূর্ণ তামরিনের সাথে মুখস্থ করানো হবে।
২. ‘লাইফ অব ইংলিশ’ (১৮০০টি ইংরেজি মাছদারের কিতাব) থেকে ৩-৪শ মাছদার মুখস্থ করানো হবে এবং সেগুলো দিয়ে মাজি ও মুযারের জুমলায় খবারিয়্যাহ- জুমলায় ইনশাইয়্যাহ (প্রশ্ন) এসবাত- নাফি, মার‚ফ-মাযহুলের হাজার হাজার বাক্য অনুশীলন করানো হবে।
৩. একজন ছাত্র প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কী প্রশ্ন করে এবং তার উত্তর কেমন হয় এমন ২৭১ টি প্রশ্ন- উত্তর হিফজ খানার ছাত্রদের মতো করে মুখস্থ করানো হবে।
৪. ‘লেটস লার্ন ইংলিশ ভার্সন ২’ (উচ্চ লেভেলে কিতাব) মোটামুটি বুঝিয়ে দেয়া হবে।
৫. আসর থেকে মাগরিব লেখা অনুশীলন করানো হবে।
৬. প্রতিদিন স্পিকিং প্রাক্টিসের পাশাপাশি লিসেনিং প্রাক্টিস করানো হবে।
৭. কোর্স শেষে তালীমী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উত্তীর্ণ ছাত্রদেরকে সনদ দেয়া হবে।
৮. ইংরেজি ভাষা নিয়ে কাজে আগ্রহীদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে।
৯. কিভাবে ইংলিশে স্পীচ ডেলিভার (বক্তৃতা দেয়া) শেখানো হবে।
১০. কথায় স্মার্ট করা হবে।
-এএ