কাউছার আহমদ:
বসুন্ধরা মাদরাসা প্রতিনিধি>
রাজধানী ঢাকার ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসার খতমে বুখারি কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৭ মার্চ বুধবার বাদ মাগরিব শুরু হবে বুখারি শরিফের শেষ সবকের মূল পর্ব। এবছর ৪০০ জন ছাত্র বসুন্ধরা মাদরাসা থেকে দাওরা হাদিস সমাপণ করে হাদিসে নববীর সনদ গ্রহণ করবেন।
এছাড়াও মাদরাসার ইফতা বিভাগ থেকে প্রায় ৭০ জন ও উলূমে হাদিস বিভাগ থেকে ৫০ জন, কেরাত বিভাগ থেকে 15 জন সমাপনী সনদ গ্রহণ করবেন বলে জানা যায়।
দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ রাজধানীর আবাসিক প্রকল্প বসুন্ধরা এ অবস্থিত। প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন মহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক হারদূয়ী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.।
তার জীবদ্দশায়ও কোন সময় আনুষ্ঠানিকতার সাথে খতমে বোখারি অনুষ্ঠিত হয়নি। বিগত সময়ের মতো এবছরও কোন রকমের আনুষ্ঠানিকতা ছাড়া খতমে বোখারী ও মুসালসাল হাদীসের সনদ প্রদান করবেন বাসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আরশাদ রহমানী।
-এটি