আওয়ার ইসলাম: বর্তমানে বাংলাদেশ চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ মঙ্গলবার সোনালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে গত ১০ বছরে বাংলাদেশের অবস্থান শীর্ষে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন আর কেউ আমাদের মিসকিন বলে সম্বোধন করতে পারবে না। বর্তমানে বাংলাদেশ চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছে গেছে।
তিনি বলেন, সোনার বাংলার কনসেপ্ট নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন ছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সমৃদ্ধকরণ এবং বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার দেখানো সেই পথে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।
জাতির পিতা দেশ ও মানুষের কল্যাণে সারাজীবন ব্যয় করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কেবল একটি ম্যুরাল বা কর্নার উদ্বোধন করে তার অবদানকে এড়িয়ে চলা যাবে না। বাঙালির অনেক অর্জন থাকায় মার্চ মাসটি গুরুত্বপূর্ণ। এ মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নশীল দেশের কাতারে এ মাসেই পদার্পণ করেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা।
-এটি