শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আজ রােববার (২১ ফেব্রুয়ারি) গােগালগঞ্জ, ভবানিপুরের ইসলামপুর মাদরাসায় ‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।

আল জামিআতুল ইসলামিয়া’র (ইসলামপুর মাদরাসা) মুহতামীম হাফেজ মাওলানা ইসমাঈল ইবরাহীম’র সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে আলোচনা পেশ করেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা’র মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা’র মহাসচিব মাওলানা শামসুল হক ও টুঙ্গীপাড়া, বাঁশবাড়িয়া মাদরাসা’র মুহতামীম  মাওলানা নুরুল হক এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন গোপালগঞ্জ সদর উলামা পরিষদের  সেক্রেটারি জেনারেল, খতমে নবুওত মারকায ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শুয়াইব ইবরাহীম।

আলোচক ওলামায়ে কেরাম এ সেমিনারে বলেন, কাদিয়ানী ধর্ম সম্পুর্ন ধোঁকা ও প্রতারণার উপর প্রতিষ্ঠিত। সুতরাং এ ধোঁকা প্রতারণায় আমাদেরকে উত্তম কৌশল অবলম্বন করতে হবে; যেটি আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, যেমন সুরা আলে ইমরানে আল্লাহ বলেন, ‘ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ...’ এবং সূরা ত্বারিকে আল্লাহ বলেন, ‘ইন্নাহুম ইয়াকিদূনা কাইদাও ওয়া আকীদু কাইদা..’।

তারা আরো বলেন, আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে এবং এটাকেই আমাদের প্রধান মিশন বানিয়ে কাজ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ