মোস্তফা ওয়াদুদ: শিক্ষকের প্রতি ছাত্রদের ভালবাসার কত নজিরই-তো শুনেছি আমরা। বাদশাহ আলমগীরের সময়ে নজীর স্থাপনের দৃষ্টান্ত ছিলো এক রকমের। আর বর্তমানেও কেউ কেউ চেষ্টা করছে ভিন্ন রকম নজির স্থাপনের। দেশের বরগুনা জেলায় এমনি একটি নজীর স্থাপন করেছে মাদরাসা শিক্ষার্থীরা।
জেলার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সুলতান মাহমুদকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ লাখ টাকার দামি গাড়ি উপহার দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। আল মাহমুদ সাবেক ছাত্র ফোরামের ব্যানারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে গাড়ি উপহার দেয়া হয়। মাওলানা সুলতান মাহমুদ ওই মাদরাসায় ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।
শনিবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই মাদরাসা সাবেক ছাত্ররা উপস্থিত থেকে প্রিয় উস্তাদ মাওলানা সুলতান মাহমুদের হাতে এ গাড়ির চাবি হস্তান্তর করেন।
ছাত্ররা বলেন, প্রিন্সিপাল সুলতান মাহমুদ দীর্ঘ ৪২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষার্থীদের সন্তানের মত ভালোবেসে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তার বদৌলতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশের সেরা ফলাফল অর্জনের গৌরব লাভ করেছে।
এমডব্লিউ/