দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের সময় কম হলেও কমেনি পরীক্ষার সিলেবাসের পরিমাণ। তাই অল্প সময়ে দীর্ঘ এ নেসাব থেকে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১০
লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।
(গত পর্বের পর)
কারিমা, পান্দেনামা ও হেকায়াতুল লতিফ
১. শব্দার্থ মুখস্থ করবে।
২. শব্দের তাহকিক তথা সিগা-বহস-মাসদার ও অর্থ শিখবে।
৩. সরল অনুবাদ শিখবে।
৪. বিভিন্ন বিষয় ও পর্ব থেকে ১০-১৫টি শে’র এবং দোয়া-মুনাজাতের ১০-১৫ লাইন অর্থসহ লিখে মুখস্থ করবে।
৫. ফার্সি বাক্য রচনা অনুশীলন করবে।
৬. বাংলা থেকে ফার্সি ও ফার্সি থেকে বাংলা করার অনুশীলন করবে।
৭. ২-৪টি হেকায়েত ফার্সিতে অর্থসহ মুখস্থ করবে এবং খাতায় লিখবে। যাতে পরীক্ষার খাতায় নির্ভুল লিখতে পারো।
বাংলা সাহিত্য ও ব্যাকরণ
১. পাঠ্যবই পড়ার সময় শব্দের প্রয়োগ ও বানান শেখার প্রতি গুরুত্ব দেবে। কঠিন শব্দের বানান লিখে আয়ত্ত করার চেষ্টা করবে।
২. গদ্য ও পদ্যের বিষয়বস্তু আয়ত্ত করবে। লেখক বা কবি কী বুঝাতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন—তার সারসংক্ষেপ বের করে খাতায় লিখে অনুশীলন করবে।
৩. প্রতিটি কবিতার ১০-১২ লাইন কবির নামসহ মুখস্থ করে দাড়ি-কমাসহ নির্ভুল লেখার অনুশীলন করবে।
৪. শব্দার্থ মুখস্থ করবে।
৫. বাক্যরচনা লেখার অনুশীলন করবে।
৬. বিপরীত শব্দ মুখস্থ করবে।
৭. বইয়ের প্রতিটি অনুশীলনে দেয়া প্রশ্নগুলোর সঠিক উত্তর বের করে ঠোঁটস্থ করবে ও লিখে অনুশীলন করবে।
৮. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সে অনুপাতে অনুশীলন করবে।
৯. ভাব সম্প্রসারণ, দরখাস্ত ও চিঠি বুঝে-শুনে মুখস্থ করে লিখে অনুশীলন করবে।
১০. কয়েকটি রচনা মুখস্থ করে নেবে। রচনা লেখার মূল বিষয়গুলো রপ্ত করে নিলে যে-কোনো বিষয়ে রচনা লেখা সহজ হয়ে যাবে।
গণিত
১. প্রতিদিন নিয়মিত অংকের অনুশীলন করবে।
২. একই অংক বার বার করবে। নাম ও সংখ্যা পাল্টিয়ে প্রচুর পরিমানে অনুনশীলন করবে। যাতে যে কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন হলে উত্তর দিতে অসুবিধা না হয়।
৩. অংক খেলার মতো। খেলা যেমন কৌশল রপ্ত করলে সহজ হয়ে যায় তদ্রƒপ অংকের সূত্র রপ্ত থাকলে অংক সহজ হয়ে যায়। অংকের সূত্র ভালোভাবে উদাহরণসহ বুঝে নেবে। বইয়ে দেয়া উদাহরণে চিন্তা করবে। অংকের সূত্রগুলো দৈনিক একবার পড়বে।
৪. বুঝে শুনে জ্যামিতির বিষয়গুলো রপ্ত করবে।
৫. পরীক্ষার উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় বড় করে রাফ লিখে সে পৃষ্ঠায় প্রয়োজনে একবার রাফ করে পরীক্ষার উত্তরপত্রে ওঠাবে। রাফ করা পৃষ্ঠাটি উত্তরপত্র জমা দেয়ার পূর্বে কোনাকোনি কেটে দেবে।
৬. অংকের ফলাফল পাওয়ার পর তা উত্তর আকারে উপস্থাপন করবে।
৭. অংকের ভীতি জয় করতে অংকে পারদর্শী কারো থেকে হাতে-কলমে অংক বুঝে নেবে ও তার অধীনে থেকে অনুশীল করবে।
৮. অংক কঠিন মনে হবার কারণ উদঘাটন করে তা দূর করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
৯. অংক মুখস্থের বিষয় নয়। তাই অংক মুখস্থ করে লাভ নেই। বুঝে বুঝে অংক করবে। অনুশীলনে দেয়া প্রতিটি অংক অসংখ্যবার করবে। যাতে সংখ্যা পাল্টে প্রশ্ন হলেও তুমি উত্তর খিখতে পারো।
১০. বিপগত বছরের প্রশ্ন সংগ্রহ করে প্রশ্নের ধরণ রপ্ত করবে। যে-সব প্রশ্ন বেশি আসে তার অনুশীল তুলনামূলক বেশি করবে।
ইংরেজি ও গ্রামার
১. শব্দার্থ মুখস্থ করবে।
২. ইংরেজি বাক্যরচনা অর্থসহ শিখবে।
৩. বইয়ের প্রতিটি অধ্যায় মনোযোগসহ বার বার অর্থসহ পড়বে।
৪. সংক্ষেপে ও রচনামূলক প্রশ্নের উত্তর লিখে লিখে মুখস্থ করবে।
৫. ইংরেজি প্রশ্ন তৈরি ও তার উত্তর ইংরেজিতে লিখে অনুশীলন করবে।
৬. বই থেকে ২-৩ টি ইংরেজি কবিতা অর্থসহ মুখস্থ করবে এবং নির্ভুল লেখার অনুশীলন করবে।
৫. ইংরেজিতে কিছু প্রশ্ন কমন—যা সাধারণত এসেই থাকে। মেযন—পেরাগ্রাফ, লেটার, এপলিকেশন ও ইংরেজি প্রবাদ-প্রবচন—এসব ভালোভাবে মুখস্থ করবে। নির্ভুল লেখার অনুশীলন করবে।
৬. জেন্ডার ও জেন্ডার পরিবর্তন করা শিখবে।
৭. শূণ্যস্থাণ পূরণ করার কৌশল রপ্ত করবে।
৮. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে প্রশ্নের ধরণ ও তার উত্তর অনুশীলন করবে। (চলবে)
এ আয়োজনের বাকি পর্ব আমাদের ‘শিক্ষাঙ্গন’ ক্যাটাগড়িতে।
-কেএল