শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মাকতাবাতুল হাসানের 'মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে' বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি বই পাঠকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়তই নানা ধরনের সৃষ্টিশীল উদ্যোগ নিচ্ছে দেশের অন্নতম প্রকাশনা সংস্থা ‘মাকতাবাতুল হাসান’। এরই অংশ হিসেবে আজ সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধুপখোলায় হলিপার্ক রেস্টুরেন্টে আয়োজন করা হয় ‘মাকতাবাতুল হাসান সেলস-পার্টনার মিলনমেলা-২০২১’।

অনুষ্ঠানের শুরুতেই ‘মাকতাবাতুল হাসানের’-এর সিইও মোহাম্মদ রাকিবুল হাসান খান আলোচনা করেন প্রতিষ্ঠানটির কর্মপরিকল্পনা নিয়ে। বাংলাদেশে ইসলামি বইয়ের প্রচার-প্রসার এবং সেক্ষেত্রে মাকতাবাতুল হাসানের কন্ট্রিবিউট কতটা ভূমিকা রাখছে, সেটাই ছিল তার বক্তব্যের মূল-বিষয়। পাশাপাশি মাকতাবাতুল হাসানের ভবিষ্যত নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

May be an image of 6 people, including Ihsanul Haque and people standing

এদিকে আজকের আয়োজনের প্রতিপাদ্য ছিল মুসলিম বিশ্বের জনপ্রিয় লেখক ড. রাগিব সারজানি রচিত ‘মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে’ ও ড. নুরুদ্দিন ঈতর রচিত ‘নবিজির প্রতি ভালোবাসা’ নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন। বাংলাভাষায় প্রকাশিত বই দু’টি নিয়ে আলোচনা করেন অনুবাদক আব্দুস সাত্তার আইনী ও সদরুল আমিন সাকিব।

এছাড়াও মিলনমেলায় আলোচনা করেন রাহনুমা প্রকাশনীর প্রকাশক মুহা. মাহমুদুল ইসলাম, গার্ডিয়ান প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের নুর মোহাম্মদ, একাধিক বই বিক্রেতা প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থার প্রতিনিধি। সকলের কণ্ঠে ছিল মাকতাবাতুল হাসানের প্রশংসা। আলোচনায় সকলেই পরামর্শ দিয়েছেন কীভাবে আরো দায়িত্বশীলতার সাথে ইসলামি বই উপস্থাপন করতে হবে এই নিয়ে।

No photo description available.

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেলারদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয় ইসলামপ্রিয় মানুষের কাছে সৃজনশীল ইসলামি বই ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম মাকতাবাতুল হাসান।

দেশের জনপ্রিয়তম প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে মাকতাবাতুল হাসানের কাজের পরিধি এবং গুণগত মান প্রতিনিয়তই আরও সমৃদ্ধ হবে, অতিথিদের এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়েই শেষ হয় ‘মাকতাবাতুল হাসানের সেলস-পার্টনার মিলনমেলা-২০২১।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ