মুফতি আহমাদ রফিক।।
পৃথিবীতে ইসলাম ছাড়া আরো যত ধর্ম আছে সব মিথ্যাধর্ম। একমাত্র ইসলামই সত্যধর্ম। ইসলামেই মানবের মুক্তি। অন্য কোনো ধর্মে মানবের মুক্তি নেই।
এই কথাটুকু বিশ্বাস করতে গেলে যদি অন্য ধর্মের প্রতি দয়ার্দ্র হয়েও আপনার-আমার মন সামান্য কেঁদে উঠতে চায়, তাহলে আসুন তাওবা করি। নিজের ইসলামকে প্রশ্ন করি।
সব ধর্মকে সত্য মনে করা বা স্ব-স্ব ধার্মিকদের জন্য তাকে মুক্তির উপায় মনে করা যাবে না। ‘নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম’– আল ইমরান।
তবে অন্য ধর্মের মানুষদের প্রতি (ধর্মের প্রতি না) সম্প্রীতি থাকবে, সহনশীলতা থাকবে, যতটুকু ইসলাম অনুমোদন করে। যতটুকু করে না ততটুকুতে ‘আল ওয়ালা ওয়াল বারা’ তথা সম্পর্ক নিরূপক হবে ইসলাম।
অনেক মুসলিমই আছে যাদের বিশ্বাস, সব ধর্মই সত্য, যেমন ইসলাম তেমন হিন্দু-বৌদ্ধ ও। মনে করা হয়, যেন শুধু জন্মসূত্রেই হিন্দু-মুসলিমের এই বিভেদ। স্ব-স্ব ধর্মে প্রত্যেকেই মুক্তিপ্রাপ্ত।
এক অর্থে এরা ভাববাদী। সর্বধর্মীয় মহানুভবতায় কাতর। ইসলাম তা সমর্থন করে না। ইসলামে এই লোকাল মহানুভবতার ভ্যালু নাই, রেট নাই। ইসলাম ছাড়া কোনো ধর্মই সত্যধর্ম না।